ভারতে বাসচাপায় একই পরিবারের নিহত ৭
আগস্ট ১৩, ২০২৩
রাজনীতিকদের সঙ্গে দুই কংগ্রেসম্যানের বৈঠক আজ
আগস্ট ১৩, ২০২৩

ফতুল্লায় বাসায় বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধসহ ছয়জন আহত হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দিবাগত রাতে হোসাইনি নগর এলাকার আসলাম নামে এক ব্যক্তির বহুতল ভবনের পঞ্চম তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার সবুজ খন্দকার, কারখানার শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বীথি আক্তার, তাদের এক শিশু এবং আবু কালাম নামে একজন। বাকি একজনের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে পাঁচ তলার ওই ফ্ল্যাটটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ফ্ল্যাটটিতে আগুন ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণে পাঁচতলা ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালাসহ আসবাবপত্র ভেঙে গেছে। পাশাপাশি ওই ফ্ল্যাটের দরজা ও জানালাও ভেঙে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। বিস্ফোরণে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের পর বিস্ফোরণের ঘটনার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

//এস//

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *