এশিয়া কাপে বাংলাদেশের টিকে থাকার মিশন আজ
সেপ্টেম্বর ৯, ২০২৩
ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩৯
সেপ্টেম্বর ৯, ২০২৩

মোহাম্মদপুরে চুরির অভিযোগে কিশোর হত্যা,গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে রড চুরির অভিযোগে আকাশ (১৪) নামের এক কিশোরকে রাতভর নির্যাতন করে হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৬ সেপ্টেম্বর দিনগত রাতে মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকায় ওই কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ জহিরুল ইসলাম বাবু (২১) ও মো. আব্দুল বারেক বাবু (২৩)। ঘটনার পর তারা সিরাজগঞ্জে আত্মগোপনে ছিলেন।

নিহত আকাশকে মারধরের সময় ব্যবহৃত লাঠি, লোহার রড, ক্রিকেট খেলার স্ট্যাম্প ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের ঘটনায় ভুক্তভোগীর ফুফু মালতী আক্তার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। কিশোর হত্যার বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সাক্ষীদের জিজ্ঞাসাবাদসহ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে।

এডিসি সজল আরও বলেন, ঘটনার স্পর্শকাতরতা বিবেচনায় মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশেপাশে ভবনে বসবাসকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভোর রাতে তারা নির্মানাধীন প্লটে চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান। তবে তারা ধারণা করতে পারেননি কাউকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। পুলিশ নির্মাণাধীন ভবনের শ্রমিক এবং নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহের পর তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত কয়েকজনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্তের পর তাদের গ্রেফতারে মোহাম্মদপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে ঘটনায় নেতৃত্ব দেওয়া আসামি জহিরুল ইসলাম বাবু ও আব্দুল বারেক বাবুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ভোররাতে চোর সন্দেহে তারা কিশোর আকাশকে প্রথমে আটক করে এবং পরবর্তীতে সেখানে থাকা অন্যরা তাদের সঙ্গে যুক্ত হয়ে ৬/৭ জন মিলে কিশোরটিকে আটকে রেখে দীর্ঘ সময় মারপিট করে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, অতিরিক্ত মারপিটের কারণে আকাশ গুরুতর অসুস্থ হয়ে পড়লে গ্রেফতার জহিরুল ইসলাম বাবু তার ফোন থেকে আকাশের ফুফু মালতী আক্তারকে ফোন করে ডেকে এনে আকাশকে বাসায় পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর আকাশের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তারা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এডিসি মৃত্যুঞ্জয় দে সজল আরও বলেন, আসামিরা ঘটনায় জড়িত অন্য সহযোগীদের নাম-ঠিকানা জানিয়েছে। ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

//এস//

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *