ওয়ানডে বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধন আজ
অক্টোবর ৪, ২০২৩
বিশ্বকাপ বাছাই দলে নেই মদকাণ্ডে জড়িত ৫ ফুটবলার
অক্টোবর ৪, ২০২৩

পেটের ভেতর ৫ হাজার ইয়াবা,কারবারি গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অভিনব কায়দায় পাকস্থলীতে করে পাচারকালে ৪ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ ‘ইয়াবা সম্রাট’ রাসেল ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন, মাদককারবারি মো. রাসেল হোসেন (৩১) ও তার সহযোগী তরিকুল ইসলাম ওরফে তৌকির (২৩)।

জয়পুরহাট সদরের বাঁশকাটা গ্রামের আহমেদুর রহমানের ছেলে রাসেল। অন্যদিকে পটুয়াখালী বাউফল হোসনাবাদের মৃত এনায়েত মৃধার ছেলে তরিকুল। দুজনই গাজীপুর কোনাবাড়ী আমবাগে ভাড়া বাসায় থাকতেন।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ মিয়া এসব তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-১ এর একটি দল মঙ্গলবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি এসি বাসে যাত্রীবেশে কক্সবাজার থেকে দুজন ইয়াবা নিয়ে ঢাকা-ময়মনসিংহ রোড দিয়ে টঙ্গী এলাকায় যাচ্ছেন।

এমন সংবাদের ভিত্তিতে দলটি রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে বিমানবন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, পাকস্থলীতে ইয়াবা বহন করছিলেন তারা। স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তাদের উত্তরার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করা হয়। এক্সরে এবং ডাক্তারের রিপোর্টে গ্রেফতারদের পাকস্থলীতে ইয়াবার প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে।

ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়ার পর গ্রেফতারদের ডাক্তারের তত্ত্বাবধানে তাদের পেট থেকে ৪ হাজার ৯৮০ পিস ইয়াবা বের করা হয়।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *