শাহজাহানপুর থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাজাহানপুরের খিলগাঁও রেলগেট সামনে থেকে অজ্ঞাতনামা (৩৮) বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) দিন গতরাত তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, আমারা খবর পেয়ে পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করি পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আমরা ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। তার পরিচয় জানার চেষ্টা চলছ।( সি আই ডির) ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে হয়তো নারীর পরিচয় জানা যেতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যেতে পারে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে যানান তিনি।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাকিব-মিরাজের ঘূর্ণিতে অল্পেই থামলো আফগানরা
অক্টোবর ৭, ২০২৩
রুপনগরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ
অক্টোবর ৭, ২০২৩