শাহজাহানপুর থেকে নারীর মরদেহ উদ্ধার
অক্টোবর ৭, ২০২৩
চাঁদা না দিলেই কোপায় ফাহিম,অস্ত্রসহ গ্রেফতার
অক্টোবর ৭, ২০২৩

রুপনগরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ায় চকলেটের লোভ দেখিয়ে নাফিজা আক্তার নিশি(৭)বছর বয়সি এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে আজ রাত দশটার দিকে পুলিশ কতৃক ওই শিশুকে ডাক্তারি পরীক্ষ জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

শিশু নাফিজার মা রিতা আক্তার বলেন, আমারা রুপনগরের বাসা নং-১২ রোড় নং -৫ আণবিক শক্তি দুয়ারীপাড়া শফিক মোল্লার বাসায় দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকি। আজ সকাল সাড়ে এগারোটার দিকে এলাকায় মুসলধারে বৃষ্টিতে আমার মেয়ে নাফিজা বাসার বাহিরে রাস্তায় বৃষ্টিতে ভিজতে ছিল।এমন সময় ওই এলাকার বাসা নং-২ এর ভাড়াটিয়া মোঃ ইব্রাহিম মোল্লা-৪৬ (পেশায় ফ্যানের মেকার) শিশু নাফিজাকে চকলেট কিনে দিবে বলে ২০ টাকার একটি নোট দিয়ে ফুসলিয়ে রুমে নিয়ে ধর্ষণ করে। পরে আমি রাস্তায় গিয়ে নাফিজাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসি। এর কিছুক্ষণ পর রূপনগর থানায় গিয়ে ধর্ষক ইব্রাহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করি।এরপর ওসি সাহেবের নির্দেশে এসআই সাইফুল ইসলাম এবং একজন নারী কনস্টেবল সহ ডাক্তারি পরীক্ষার জন্য আজ রাত ১০ টার দিকে শিশু নাফিজাকে ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে আমার শিশুটি গাইনী বিভাগের ২১২ নং রুমে ডাক্তারি পরীক্ষাধীন আছে।

রূপনগর থানার উপ পরিদর্শক (এসআই )সাইফুল ইসলাম জানান ধর্ষণের অভিযোগ পাওয়ার পর শিশুর মা বাদী হয়ে আমাদের থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পরে আমরা একজন নারী কনস্টেবল সহ শিশু থেকে ঢাকা মেডিকেলে পরীক্ষার জন্য প্রেরণ করি। পরীক্ষা শেষে রিপোর্ট পেলে অভিযোগের সত্যতা মিলবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *