আদালত থেকে পালানো এক জঙ্গি ‘অল্পের জন্য হাতছাড়া’:সিটিটিসি
অক্টোবর ৮, ২০২৩
গণধর্ষণের পর দুই পা ভেঙে নারীর বিরুদ্ধে মামলা ইউপি সদস্যের!
অক্টোবর ৮, ২০২৩

মধুমতি নদীতে বিকল জাহাজ, ৯৯৯ নম্বরে ফোন কলে ১৮ জন নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

১৬ লাখ লিটার ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার দৌলতপুর ডিপোতে যাচ্ছিল এমটি নুরজাহান ২ নামে একটি জাহাজ। পথিমধ্যে খুলনার দীঘলিয়া থানাধীন মধুমতি-ভৈরব নদীর সংযোগস্থলে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ইঞ্জিন রুমে পানি ঢুকে ভরে যায়।

এমন তথ্য জানিয়ে আজ রবিবার (৮ অক্টোবর) সকাল দশটায় রাজু নামে জাহাজটির একজন নাবিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান এবং জানান জাহাজে তারা ১৮ জন স্টাফ রয়েছেন। এরপর তাদেরকে উদ্ধার করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কন্সটেবল ইমন রতন বড়ুয়া। কনষ্টেবল ইমন তাৎক্ষণিকভাবে নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং কোষ্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এএসআই সাইফুল ইসলাম উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

তিনি বলেন, সংবাদ পেয়ে কেএমপি সদর নৌ থানার একটি উদ্ধারকারী দল এবং খুলনা কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *