মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে আরও দুজনকে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, বাসাটি থেকে দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। নিহত ২৫ ও ২৬ বছরের দুই তরুণী পরস্পর বান্ধবী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত এক তরুণীর পরিবার এ মাসের শুরুতে কলেজ রোড এলাকার ভাড়া বাসাটিতে ওঠেন। শনিবার রাতে সেখানে অন্য নারীরা এসেছিলেন।
বাসাটির কেয়ারটেকার জানান, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে তিনি ওই বাসায় যান। পরে ঘরের মেঝেতে এক তরুণীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ ছাড়া আরও তিনজনকে অসুস্থ দেখতে পান।
তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরেক তরুণীকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহমুদ জানান, দুই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ বলা যাবে। অন্য দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।
//এস//