ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩ জানুয়ারি
অক্টোবর ১৫, ২০২৩
বিছানায় স্ত্রীর রক্তাক্ত মরদেহ, পাশে শুয়েছিলেন স্বামী
অক্টোবর ১৫, ২০২৩

গাড়ি চালানো-টিউশনির পাশাপাশি মাদক বিক্রি করতেন তারা!

নিজস্ব প্রতিবেদক
মাদক বিক্রিতে জড়িত গাড়ি চালকদের বিরুদ্ধে রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. উজ্জল মোল্লা (৩০), মো. শাকিল হাওলাদার (২৫), মো. জীবন (২২) ও মো. ইমরান (২১)।

তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, গ্রেপ্তারকৃতরা পেশায় গাড়ি চালক। গাড়ি চালানোর ফাঁকে তারা মাদক বিক্রি করেন। তারা ফুল টাইম গাড়ি চালান, আর পার্ট টাইমে মাদক বেচেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উজ্জ্বল প্রাইভেট কার চালক। তিনি উবারে গাড়ি চালান। গাড়ি চালানোর নামেই টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। শনিবার মিরপুরের ৬০ ফিট আমতলা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিলও প্রাইভেট কার চালক। কার চালানোর ফাঁকেই সুযোগ বুঝে বিভিন্ন যাত্রীর কাছে ইয়াবা বিক্রি করেন। তাকে মিরপুরের ২ নম্বর সেকশন থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা। গ্রেপ্তারকৃত জীবন ও ইমরান পিক আপ চালক। তাদের গ্রেপ্তার করা হয় কল্যাণপুর পোড়াবস্তি এলাকা থেকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা।

এদিকে, পৃথক অভিযানে কল্যাণপুর বাসস্টেশন থেকে মো. আক্তারুল ইসলাম (৫৩) নামের একজনকে ৩১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। বর্তমানে বিভিন্ন স্থানে টিউশনি করেন এবং তার ফাঁকে ফেনসিডিল বিক্রি করেন।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *