নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌস ইতি( ১৮) বছর বয়সে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার( ১৭ অক্টোবর) ভোর পাঁচটার দিকে খিলগাঁও নন্দীপাড়ার বেহাস গার্ডেনের একটি বাসার বারান্দার গ্রিলের সাথে ওড়না প্যাচানো ঝুলন্ত মারদেহ উদ্ধার করে(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্য চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা খিলগাঁও থানার কনস্টেবল মোহাম্মদ রোকন জানান, আজ ভোরের দিকে আমরা খবর পেয়ে আমাদের স্যার খিলগাঁও থানার উপর পরিদর্শক (এসআই )সোনিয়া পারভীনের নেতৃত্বে আমারা খিলগাঁও নন্দীপাড়ার বেহাসপল্লী গার্ডেন ঘটনাস্থল একটি বাসার বারান্দার গ্রিলের সাথে ওরনা পেচানো ঝুলন্ত অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে আমার মাধ্যমে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে পাঠানো হয়।
এসআই পারভিন বলেন,আজ ভোরের দিকে নিহতের স্বামী মোঃ মাহাদি ইসলাম আমাদের থানায় তার স্ত্রী আত্মহত্যার ঘটনাটা জানালে সঙ্গে সঙ্গে আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে আমাদের কনস্টেবল এর মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পারি, গত রাতে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয় এবং কথা কাটা কাটির জের ধরেই আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার, বাউফল থানার পুণাহারা গ্রামের, মোঃ শহিদুল ইসলাম এর মেয়ে বর্তমানে ৭৩/ এ পশ্চিম নন্দীপাড়া খিলগাঁও বেহাস গার্ডেনের একটি ভাড়া বাসায় থাকতেন,ময়নাতদন্তের জন্য মরেদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
//এস//