বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক গ্রেপ্তার
নভেম্বর ৩, ২০২৩
শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ভারত
নভেম্বর ৩, ২০২৩

বিএনপি এখন সাধারণ মানুষের প্রতিপক্ষ : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন সাধারণ মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আন্দোলনের নামে সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।

শুক্রবার বনানী কবরস্থানে জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় ৪ নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকালে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, আন্দোলনের নামে বিএনপি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, দেশের সম্পদ ধ্বংস করছে। গত ২৮ অক্টোবর ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা। এখন তারা পালিয়ে থেকে হরতাল-অবরোধ দিচ্ছে। কিন্তু এতে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি সাধারণ মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।

জেল হত্যা দিবস উপলক্ষ্যে এর আগে শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *