ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ
নভেম্বর ১৯, ২০২৩
রাজধানীসহ সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল মোতায়েন
নভেম্বর ১৯, ২০২৩

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যান ধাক্কায় বিলকিস আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত বিলকিস আক্তার গাজীপুরের শ্রীপুর থানার বালিয়াডাঙ্গা গ্রামের হাসান আলীর কন্যা। তিনি এক ছেলে এক মেয়ের জননী ছিলেন।

বিলকিসের স্বামী আব্দুর রউফ জানান, রাতে স্ত্রীকে নিয়ে গাজীপুর থেকে মুগদার মান্ডার এক আত্মীয়ের বাসায় যাওয়ার সময় খিলগাঁওয়ে একটি কাভার্ডভ্যান বিলকিসকে ধাক্কা দেয়। চালকসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে এলাকার লোকজন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *