টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চার-পাঁচজন দুর্বৃত্ত পেট্রল ঢেলে কাভার্ডভ্যানটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে। কাভার্ডভ্যানটি গত কয়েক দিন ধরে ওই এলাকার শাখা সড়কের পাশে রেখে দিয়েছিলেন চালক।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউসের পরিদর্শক এস কে তুহিন বলেন, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক ও মালিককে খুঁজছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পররাষ্ট্র সচিবের সঙ্গে যে কথা হলো পিটার হাসের
ডিসেম্বর ১, ২০২৩
৩০০ আসনে ২ হাজার ৭৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ডিসেম্বর ১, ২০২৩