২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু যেদিন
মার্চ ৫, ২০২৪
১০ দিনের মধ্যে ঢাকার অগ্নিঝুকিপূর্ণ ভবনের তালিকা করা হবে: রাজউক চেয়ারম্যান
মার্চ ৫, ২০২৪

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করেই অনেকের আইডি লগআউট হয়ে গেছে। পুনরায় আর লগিন হওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীরা বলেন, রাত সোয়া ৯টার দিকে হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। অনেকে পুনরায় লগিন হওয়ার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে বলে জানায়। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগিন হতে পারেননি।

বর্তমানে ফেসবুকের অ্যাপ এবং ম্যাসেঞ্জার এবং ওয়েবসাইট কোনোটাই কাজ করছে না বলে জানান ব্যবহারকারীরা। একই সঙ্গে ইনস্টাগ্রামও কাজ করছে না বলে জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে এখনও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কিছু জানা যায়নি।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *