রমজানে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা
মার্চ ১২, ২০২৪
ড. ইউনূস ও পিটার হাসকে নিয়ে যে মন্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের
মার্চ ১২, ২০২৪

ম্যাজিস্ট্রেট দেখেই দাম কমলো বেগুন-আদার

নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের নতুনহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই বেগুন ও আদার দাম কমিয়ে দিলেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে শহরে নতুনহাট বাজারে এ অভিযান চালানো হয়।

জানা যায়, এসময় পাইকারি ব্যবসায়ীরা ২০০ টাকার পরিবর্তে ১৮০ টাকা কেজিতে আদা ও ৫০ টাকার পরিবর্তে ৩৫ টাকায় বেগুন বিক্রি শুরু করেন। অভিযানের মুহূর্তে সাধারণ ক্রেতারাও আদা ও বেগুন কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় খুচরা বাজারে আদা ২০০ টাকা ও বেগুন ৪০ টাকা বিক্রি নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব।

তিনি জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট বন্ধ করার লক্ষ্যে যৌক্তিক পণ্যের দাম নির্ধারণ হয়। দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয় এবং অসাধু ব্যবসায়ীরা বেশি দামে সকল প্রকার পণ্যে বিক্রি করতে না পারেন এটি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *