আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য দুজন প্রসিদ্ধ ইমামের নাম ঘোষণা করেছেন।
হারামাইন কর্তৃপক্ষ জানায়, মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে ঈদুল ফিতরের নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়েখ সালেহ আল হুমাইদ।
এ ছাড়া মদিনার মসজিদে নববিতে ইমামতি ও খুতবা প্রদান করবেন নববিরই প্রসিদ্ধ ইমাম শায়েখ আহমেদ হুজাইফি।
পবিত্র এই দুই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বুধবার (১০ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে।
এদিকে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে, বাংলাদেশেরও বিভিন্ন জেলায় সৌদির সঙ্গে মিল রেখে আজ (বুধবার) ঈদ উদযাপিত হচ্ছে।
//এস//