গরমে শরীর পানিশূন্য করে দেয় যেসব খাবার
মে ৩, ২০২৪
বোলিং তোপে বিধ্বস্ত জিম্বাবুয়ে, ৪১ রানে নেই ৭ উইকেট
মে ৩, ২০২৪

সুবর্ণা মুস্তাফার স্বামীর সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী?

বিনোদন ডেস্ক:
আজ শুক্রবার মুক্তি পেয়েছে নীলাঞ্জনা নীলা অভিনীত সিনেমা ‘শ্যামাকাব্য’। এটি নির্মাণ করতেছেন বদরুল আনাম সৌদ। গুঞ্জন উঠেছে তার সঙ্গে জমিয়ে প্রেম করছেন নীলাঞ্জনা। এদিকে সৌদ সম্পর্কে নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার স্বামী হওয়ায় অভিনেত্রীর নামটিও এসেছে। অনেকের প্রশ্ন, সত্যিই কি সৌদের সঙ্গে প্রেম করছেন নীলা।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নীলা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘তার সঙ্গে বড় পর্দায় আগেও কাজ করেছি। তার পুরো টিমের সঙ্গেই আমার পারিবারিক একটা সম্পর্ক। তিনি ভীষণ পছন্দের একজন ডিরেক্টর আমার। খুব ভালো করে বোঝাতে পারেন।’
প্রেমের প্রসঙ্গে বলেন, ‘এ রকম কথা কখনোই শুনিনি। এটা কোথা থেকে এলো! এটা পুরোই ফালতু একটি কথা।’
বিষয়টিকে গুঞ্জন উল্লেখ করে বলেন, ‘এটাকে হাস্যকর লাগল আমার কাছে। জানি না এটা কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে? এটা জাস্ট একটা ফালতু কথা। কেন এ ধরনের কথা উঠল আমি নিজেও জানি না। এটা কিভাবে সম্ভব!’
নীলার প্রথম সিনেমা গহীন বালুচর। ওই ছবির নির্মাতা সৌদ। ক্যারিয়ারের দ্বিতীয় ছবিটিও একই নির্মাতার। এতে নীলার বিপরীতে আছেন সোহেল মণ্ডল।
rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *