৬ মে’র পর বাড়বে বৃষ্টি
মে ৩, ২০২৪
জয় দিয়ে সিরিজ শুরুর পর যা বললেন টাইগার অধিনায়ক
মে ৪, ২০২৪

বাংলাদেশকে ১২৫ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ১২৪ রান করেছে জিম্বাবুয়ে। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১২৫ রান।

রিভিউ নিয়ে বাঁচলেন মাদান্দে

মোহাম্মদ সাইফউদ্দিনের বল শাফল করে খেলতে চাইলেন ক্লাইভ মাদান্দে। লাইন মিস করায় লাগল তার পায়ে। বাংলাদেশের খেলোয়াড়দের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার দিলেন এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত। তবে মাদান্দে রিভিউ নেওয়ার পর তা পাল্টে গেল। রিপ্লেতে দেখা যায়, বলের ইমপ্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে।

ক্যাচ ছাড়লেন মাহমুদউল্লাহ

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে বাঁধ দিয়ে জুটি বেঁধেছেন ক্লাইভ মাদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা। দ্বাদশ ওভারে তাদেরকে বিচ্ছিন্ন করার সুযোগ এলো। তবে তা হাতছাড়া করলেন মাহমুদউল্লাহ।

লেগ স্পিনার রিশাদ হোসেনের চতুর্থ বলে মিড অফে ক্যাচ তুললেন মাসাকাদজা। বেশ কঠিন ছিল। দৌড়ে গিয়ে ডাইভ দিয়েও তা লুফে নিতে পারলেন না মাহমুদউল্লাহ। ব্যক্তিগত ৩ রানে জীবন পেলেন মাসাকাদজা।

ইনিংসের মাঝপথে ৫০ রানও হলো না জিম্বাবুয়ের

এক পর্যায়ে, ৪.৫ ওভারে জিম্বাবুয়ের রান ছিল ১ উইকেটে ৩৬। এরপর বাংলাদেশের বোলারদের তোপে তাসের ঘরের মতো পড়তে শুরু করেছে তারা। স্কোরবোর্ডে পরের ৫ রান যোগ করতেই হারিয়ে বসে আরও ৬ উইকেট!

১০ ওভার শেষে ধুঁকতে থাকা সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৪৯ রান। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় লড়াইয়ের জন্য সতীর্থ বোলারদের ন্যূনতম পুঁজি দেওয়াও এখন তাদের জন্য অনেক দূরের পথ।

অভিজ্ঞ ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, শন উইলিয়ামস ও রায়ান বার্লের কেউই রানের খাতা খুলতে পারেননি। এদের মধ্যে আরভিন খেলতে পারেন ২ বল। বাকিরা শূন্য হাতে মাঠ ছাড়েন একেবারে প্রথম বলে।

স্বাগতিকদের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গুম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

//এস//

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *