প্রত্যেককে আর্থিকভাবে সচ্ছল করতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
মে ১০, ২০২৪
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ রোববার
মে ১১, ২০২৪

সাকিব-মুস্তাফিজের কল্যাণে টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক
মিরপুরে লম্বা সময় পর ফিরে এসেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর শের-ই বাংলা স্টেডিয়ামে সাদা বলের ক্রিকেট খেলেনি জাতীয় দল। দীর্ঘদিন পর বাংলাদেশ ফিরল নিজেদের প্রিয় মাঠে। সেই ফেরায় স্বস্তির এক জয়ও এসেছে বটে। তবে রেখে গিয়েছে অনেক প্রশ্ন। চলতি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার দেখা গেল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এক ম্যাচ। ব্যাটারদের ব্যর্থতার পর বোলারদের কল্যাণে সিরিজে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে জিম্বাবুয়ের ব্যাটিং খুব একটা খারাপ হয়নি। তবে স্বাগতিক বোলাররাই বরং উপহার দিয়েছেন নিয়ন্ত্রিত বোলিং। তাতে জিম্বাবুয়ে লক্ষ্যের খুব কাছে গিয়ে থেমেছে আবারও। তাসকিন-সাকিব-মুস্তাফিজদের আঁটসাঁট বোলিংয়ের সুবাদে কল্যাণে ১৩৮ রানে শেষ হয়েছে সফরকারীদের ইনিংস। চতুর্থ ম্যাচে বাংলাদেশের জয় ৫ রানে।

//এস//

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *