বিনোদন ডেস্ক
‘পরাণ’খ্যাত নায়িকা বিদ্যা সিনহা মিম বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখানে জুহু সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন এই নায়িকা।
ভালো লাগার এসব মুহূর্তের কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন মিম। এসব ছবি উষ্ণতা ছড়াচ্ছে অন্তর্জালে। ছবিগুলো পোস্ট করার পর অসংখ্য লাইক কমেন্টস করছেন ভক্তরা।
সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে মুম্বাইয়ে গিয়েছেন বলে জানান মিম। শুটিং শেষ করে আগামী ২৬ অক্টোবর ঢাকা ফিরবেন তিনি।
এরই মধ্যে শেষ করেছেন ওয়াহিদ তারিকের পরিচালনায় ‘দিগন্তে ফুলের আগুন’ শিরোনামের সিনেমা। প্রযোজনা করেছেন শমী কায়সার। এই সিনেমায় মিম প্রখ্যাত সাংবাদিক, লেখক শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের ভূমিকায় অভিনয় করেছেন।
এ ছাড়াও বেশ কিছু কাজ মিমের হাতে রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোর শুটিং শেষ করবেন বলে জানান এই অভিনেত্রী।