প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নিয়ে ডিআরইউর বিবৃতি
নভেম্বর ১৬, ২০২৪
তৌহিদ আফ্রিদির বউ বিভ্রাট, আইনগত ব্যবস্থা নিচ্ছেন শ্যালিকা!
নভেম্বর ১৭, ২০২৪

নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে (আইইবি) জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (জেটেব) ৩য় কাউন্সিলে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত কঠিন সময় পার করছি। এই সময়টা সতর্কতার সাথে পার করতে হবে। বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুনির্দিষ্ট। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। ছাত্র-জনতা তাদের ওপরে দায়িত্ব অর্পণ করেছে। তারা কাজ করে চলেছে, আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশে করে তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। আশা করবো, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের মূল আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে আমাদের যে সব সমস্যা সৃষ্টি হয়েছে তা দূর করতে হবে। তার বেশি করতে গেলে, সময় যত যাবে তত সমস্যা সৃষ্টি হবে।

সরকারকে উদ্দেশে করে তিনি বলেন, মানুষের সামনে আমাদের যে ইমেজ ছিলো সেটা যেনো ধরে রাখতে পারি। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *