সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে
নভেম্বর ১৯, ২০২৪
৩৭ সাংবাদিকের প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত
নভেম্বর ১৯, ২০২৪

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান সায়েমা শাহীন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সায়েমা শাহীন সুলতানাকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ৫ নভেম্বর পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) এ কে এম আফতাব হোসেন প্রামাণিকে পদোন্নতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয়া হয়।

এর আগে গত ২৬ আগস্ট অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয় সায়েমা শাহীনকে। তখন একসঙ্গে ১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করা হয়েছিল। এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড ১) ড. গাজী মো. সাইফুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে যুগ্মসচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের মহাপরিচালক হয়েছেন অর্থ বিভাগের যুগ্মসচিব কাউসার নাসরীন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাপরিচালক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী মোখলেসুর রহমানকে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *