২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: হাইকোর্টে রায় পড়া শুরু
ডিসেম্বর ১, ২০২৪
ফিলিস্তিনের লড়াই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা: উপদেষ্টা নাহিদ
ডিসেম্বর ১, ২০২৪

দুর্নীতি মামলায় খালাস পেলেন খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস পেয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৮ নভেম্বর দুদকের আরেক মামলা থেকে ছেলেসহ খালাস পান খন্দকার মোশাররফ হোসেন। তার আগে গত ২২ আগস্ট মানি লন্ডারিংয়ের মামলায় খালাস পান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। পরে ওই বছরের ১৭ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *