সংখ্যালঘু ইস্যুতে ‘ভুল ধারণা’ বিদেশি কূটনীতিকদের স্পষ্ট করল সরকার
ডিসেম্বর ২, ২০২৪
ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকার-বাস সংঘর্ষ, নিহত ৩
ডিসেম্বর ২, ২০২৪

স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে নির্বাচন কমিশন: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গোয়েন লুইস বলেন, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি। আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে সেই বিষয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে।

তিনি বলেন, আনন্দের বিষয় হচ্ছে এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব।

এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোনো আলাপ হয়নি। এই সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে গ্রহণ করবে। আমরা শুধু টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।

এর আগে, সোমবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর এ এম এম নাসির উদ্দিনের এটিই প্রথম কোনো বিদেশি কূটনৈতিকের সঙ্গে সাক্ষাৎ।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২৪ নভেম্বর শপথ নিয়ে নির্বাচন ভবনে অফিস শুরু করে নতুন এই কমিশন।

 

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *