সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
ডিসেম্বর ৭, ২০২৪
ভারত-বাংলাদেশের সম্পর্ক টিকে আছে বিশ্বাস ও শ্রদ্ধায়: প্রণয় ভার্মা
ডিসেম্বর ৭, ২০২৪

যুদ্ধ ও শত্রু মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনী এখন যুদ্ধ উপযোগী এবং যে কোন শত্রু মোকাবিলায় প্রস্তুত আছে বলে জানিয়েছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মানিক দেওয়ান। তিনি বলেন, বর্তমান সেনাবাহিনী এখন ১৯৭১ সালের মতো নয়। দেশকে রক্ষার জন্য স্বশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত সব সৈনিক প্রস্তুত আছে। শনিবার (৭ ডিসেম্বর) মহাখালী রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আহসান উল্লাহ বলেন, বাংলাদেশে সব ধর্ম বর্ণের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত ষড়যন্ত্র শুরু করেছে। দেশটি মনে করেছে বিগত সময়ে যে সব সুযোগ-সুবিধা পেয়ে এসেছে এখনও পাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশিরা তাদের কাছে এখন আর প্রভুত্ব নয়, বন্ধুত্ব চায়। পরে একটি বিক্ষোভ মিছিল জাহাঙ্গীর গেট সড়ক প্রদক্ষিণ করে আবারও রাওয়া কমপ্লেক্স মাঠে এসে শেষ হয়।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *