পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি
ডিসেম্বর ২২, ২০২৪
শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা, কর্মবিরতি চলবে
ডিসেম্বর ২২, ২০২৪

গাজীপুরে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে একটি বোতাম তৈরি কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস্ নামের বোতাম তৈরির কারখানায় লাগা আগুন বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে প্রথমে শ্রীপুর থেকে আমাদের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে জয়দেবপুর থেকে আরও চারটি ইউনিট আসে। মোট সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও জানা যায়নি।

কারখানা সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *