ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাজপথে নামার আহ্বান
ডিসেম্বর ২৩, ২০২৪
‘বিপিএল’ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
ডিসেম্বর ২৩, ২০২৪

মিউজিক ফেস্ট দিয়ে পর্দা উঠছে বিপিএলের

নিজস্ব প্রতিবেদক
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। তার এক সপ্তাহ আগেই বিপিএলের অনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে।

সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট ২০২৫। বিসিবির এই আয়োজন ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। নতুন রূপে সেজেছে হোম অব ক্রিকেট।

রাতের এই জমকালো আয়োজনে প্রধান আকর্ষণ কিংবদন্তি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সুর ও উন্মাদনার এই রাত হবে নতুন রূপে সাজানো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধন। এটি কেবল সঙ্গীত ও ক্রিকেটের এক মিলনমেলা নয়, বরং বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এক বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ রাহাত ফতেহ আলী খানের আবেগময় কণ্ঠে মুগ্ধ হতে প্রস্তুত দর্শকরা। তার পারফরম্যান্সের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গুনছে প্রায় ৩.৪ কোটি টাকা, যা অনুমোদন পেয়েছে গত শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায়।

এ ছাড়াও মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মাইলস, জেফার, অ্যাভয়েডরাফা এবং মুজা। বিপিএলের থিম সং ‘এলো বিপিএল’-এর সহ-প্রযোজক মুজা ও অ্যাভয়েডরাফা। তাদের পারফরম্যান্সে স্থানীয় ও আন্তর্জাতিক সঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি হবে, যা বিপিএলের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে।

মিরপুরের পর চট্টগ্রাম ও সিলেটেও আয়োজন করা হবে মিউজিক ফেস্ট। তবে রাহাত ফতেহ আলী খানের পারফরম্যান্স থাকবে একমাত্র মিরপুর মঞ্চেই, যা এই আয়োজনকে করেছে আরও বিশেষ। স্টেডিয়ামের গেট খুলবে দুপুর ২টা ৩০ মিনিটে, যাতে দর্শকরা আগেভাগেই এসে উপভোগ করতে পারেন পুরো আয়োজন।

বিপিএলের এই উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে নতুনভাবে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। পুরোনো স্থাপনায় রং করানো এবং গেটগুলোর সমানে বিভিন্ন ব্যনার দিয়ে সাজানো হয়েছে।

এই উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে মধুমতি ব্যাংক। প্রায় ৫ কোটি টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই অনুষ্ঠানের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। দর্শকদের কথা মাথায় রেখে এবার টিকিটের দাম করা হয়েছে আরও সাশ্রয়ী। প্লাটিনাম টিকিট ৮,০০০ টাকা, গোল্ড ৬,০০০ টাকা, সিলভার ৪,০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১,৫০০ টাকা এবং ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *