আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে এ হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই সংবাদিকরা সেখানে তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় ইসরায়েল হামলা চালালে প্রাণ হারান তারা।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন বলা হয়েছে, নিহতরা আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তারা নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। তাদের ব্রডকাস্টিং গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল।
নিহতরা হলেন– ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।