নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ, কূটনৈতিক তৎপরতা জরুরি
ডিসেম্বর ২৬, ২০২৪
নসরুল হামিদ ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের মামলা
ডিসেম্বর ২৬, ২০২৪

মোহাম্মদপুরে বাসমালিককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে আদাবর থানা এলাকায় স্বপন নামের এক বাসমালিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্বপন ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূঁইয়া পরিবহন নামক একটি বাসের মালিক। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার দুটি মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত স্বপনের বাসটির চালক সোহেল গাড়ির একটি চাকা বিক্রি করে দিয়েছে অভিযোগ রয়েছে। এই নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দের জেরে বুধবার সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে ছুরিকাঘাত করে সোহেল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হত্যার বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী একটি মামলা দায়ের করেছে। আসামি ধরার চেষ্টা প্রক্রিয়াধীন।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *