খালেদা -তারেকের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই
ডিসেম্বর ২৭, ২০২৪
ইন্টারপোলের লাল তালিকায় ৬৩ বাংলাদেশি
ডিসেম্বর ২৭, ২০২৪

মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মনমোহন সিংকে একজন মহৎ বিনয়ের অধিকারী, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন তিনি। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, মনমোহন সিং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার সম্পর্ক শক্তিশালী করতে সহায়তা করেছে। প্রধান উপদেষ্টা প্রয়াত নেতার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি উন্নয়নে তার দৃঢ় প্রতিশ্রুতির প্রশংসা করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মনমোহন সিং বাসায় অসুস্থ হয়ে পড়লে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে তাকে নেওয়া হয়। পরে স্থানীয় সময় রাত ৯টা ৫১মিনিটে মনমোহন সিংকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *