সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক
ডিসেম্বর ২৮, ২০২৪
৩১ ডিসেম্বর নিয়ে সমন্বয়কদের রহস্যজনক পোস্ট, জানা গেল কারণ
ডিসেম্বর ২৮, ২০২৪

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো সেখানে ছিল। পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুরে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকার পালিয়ে গেলেও বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বোনকে আগামী এক মাসের মধ্যে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *