ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ
ডিসেম্বর ২৯, ২০২৪
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের স্ত্রী মারা গেছেন
ডিসেম্বর ২৯, ২০২৪

কখন ও কীভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট?

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল শুরুর একদিন আগে টিকিট নিশ্চিত করতে না পেরে হতাশায় ডুবেছেন ক্রিকেট প্রেমিকরা। টিকিট না পেয়ে বিক্ষোভও করতে দেখা গেছে দর্শকদের। আজ শীতের কাক ডাকা ভোর থেকেই মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেটভক্তরা। ভক্তদের কথা চিন্ত করে পরে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয়সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইনে এই দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। বিকেল ৪টা থেকে সরাসরি টিকিট বিক্রি শুরু হবে। বিক্রি চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে নির্ধারিত মধুমতি ব্যাংক থেকে।

এ ছাড়া অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা

৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা

১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

১১. ক্লাব হাউস সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

 

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে

১. মিরপুর শাখা (মিরপুর ১১)
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)
৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)
৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
৬. কামরাঙ্গীর চর শাখা
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *