মঙ্গলবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ
ডিসেম্বর ৩০, ২০২৪
যা আছে জুলাই বিপ্লবের খসড়া ঘোষণাপত্রে
ডিসেম্বর ৩০, ২০২৪

বিপিএলের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে ১১ তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠছে আজ। সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দিনের অপর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।

সাত দলের অংশগ্রহণে দেশের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৪৬ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল গড়াবে ৭ ফেব্রুয়ারি। মিরপুর তো বটেই, সিলেট ও চট্টগ্রামেও ব্যাটে-বলে মুন্সিয়ানা দেখাবেন ক্রিকেটাররা। এখান থেকেই বেরিয়ে আসবে নতুন কোনো তারকা।

এবারের অংশগ্রহণকারী সাত দল হলো ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস।

এবার এখন পর্যন্ত বিপিএলের প্রাইজমানি পরিবর্তনের ঘোষণা আসেনি। ফলে গত আসরের মতো মোট চার কোটি টাকা প্রাইজমানি থাকতে পারে এবারের আসরেও। চ্যাম্পিয়ন দল পাবে দু’কোটি টাকা। রানার্সআপ পাবে এক কোটি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা। পুরস্কার পাবেন সেরা বোলার, সেরা ব্যাটারও।

এবারের বিপিএল চলাকালীন ‘শহীদ মুগ্ধ কর্নারে’ বিনামূল্যে পানি পাবেন দর্শকরা। সেখানে থাকা কিউআরকোডের মাধ্যমে স্বেচ্ছায় জুলাই ফাউন্ডেশনে অনুদানও দিতে পারবেন তারা। পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ভেন্যুতে থাকবে ‘বর্জ্য-শূন্য’ জোন।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *