স্ট্রোক করে চারদিন বাসায় পড়ে ছিলেন অঞ্জনা!
জানুয়ারি ৪, ২০২৫
যশোরে আজহারীর মাহফিল ঘিরে ৩ শতাধিক জিডি
জানুয়ারি ৪, ২০২৫

বৃষ্টির আশঙ্কা, ফের যেদিন থেকে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
সূর্যের হাসিতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা কমেছে। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। আগামী দুদিনও দেশের তাপমাত্রা বাড়তে পারে। তৃতীয় দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী ৯ জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাস ও আবহাওয়াবিদের বরাত দিয়ে এসব তথ্য জানা গেছে।

বৃষ্টি ও শৈত্যপ্রবাহ প্রসঙ্গে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে আগামী ৭ ও ৮ জানুয়ারি শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৯ জানুয়ারি থেকে পুনরায় দিন ও রাতের তাপমাত্রা কমবে। এ সময় দেশজুড়ে আবারও শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ।’

এদিকে আবহাওয়ার তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে তবে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

rr
rr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *